সাতক্ষীরায় ‘শেখ হাসিনার উপহার আমার বাড়ি আমার খামার-বদলাবে দিন তোমার আমার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমার বাড়ি আমার খামার প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা সম্মেলন সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আমার বাড়ি আমার খামার প্রকল্প ও জেলা প্রশাসন সাতক্ষীরা’র আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (অতিরিক্ত সচিব) পলী সঞ্চয় ব্যাংকের প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন।
সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (যুগ্ম সচিব) প্রশাসন ও সমন্বয় উপপ্রকল্প পরিচালক নজির আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও সমন্বয়) আব্দুল আলিম, হিসাব রক্ষক মোঃ তাহাজ্জাত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা সমন্বয়কারী মেহেদী হাসান প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি বলেন, আমাদের দায়িত্বটা হলো টাকা দেওয়া এবং টাকা আদায় করার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কাজ হলো মানুষের জীবিকা উন্নয়ন করা। তাকে পথ দেখিয়ে দেওয়া। হতদরিদ্র মানুষ যেন অর্থনৈতিকভাবে সাবল্বমী হতে পারে। এজন্য তাদের বসতবাড়িকে কেন্দ্র করে খামার স্থাপন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেন এক ইঞ্চি জায়গাও ফেলে রাখা যাবে না। যার যতটুকু জায়গা আছে সেটুকু ব্যবহার করতে হবে উৎপাদনের জন্য।
তিনি আরো বলেন, সাতক্ষীরা এলাকায় মৎস্য, নার্সারী, গবাদি পশু ও দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত। আমাদের লক্ষ্যই হবে মানুষকে আগ্রহী করে তোলা। একজন গরীব মানুষ যার অর্থ নেই, প্রশিক্ষণ নেই, তাদেরকে প্রশিক্ষন দিয়ে কাজের সাথে সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক, সুপারভাইজার ও মাঠকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ আব্দুর রহমান।
খুলনা গেজেট/কেএম