সাতক্ষীরা থেকে অস্ত্রগুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামস্থ কাছারি মসজিদ মোড় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ জুলফিকার (৪৫), পিতাঃ মৃত জাহান আলী আউলিয়া, মাতাঃ মৃত মনুফা খাতুন, সাং- বালুন্ডা (উত্তরপাড়া) ওয়ার্ড নং-০৫, ইউপিঃ পুটখালী, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে গ্রেফতার করে।
এ সময় ১টি পিস্তল (দেশীয়), ৩ রাউন্ড গুলি ও ১টি সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।