খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

সাতক্ষীরার ৭টি থানায় অবস্থান নিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার ৮টি থানার মধ্যে ৭টি থানায় পুলিশের টিম পৌছেছে। আইনী কার্যক্রম শুরু না হলেও থানায় পুলিশের অবস্থান জনগণের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

এদিকে, শ্যামনগর থানায় আগামীকালের মধ্যে পুলিশ পৌছে যাবে বলে জানা গেছে।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, শনিবার (১০ আগষ্ট) দুপুরের দিকে সাতক্ষীরা সদর, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ, পাটকেলঘাটা ও তালায় অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে কিছুসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।

শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সহিংস ঘটনায় থানা পুলিশের কার্যক্রম গত কয়েকদিন ধরে বন্ধ থাকার পর শনিবার জেলার কলারোয়া ও কালিগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ও ১৭ ব্যাটেলিয়নের উদ্যোগে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই থানা দু’টির কার্যক্রম শুরু করা হয়।

কলারোয়া থানার স্বাভাবিক কার্যক্রম শুরুর লক্ষে সকাল ১০ টায় থানার সভাকক্ষে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এর সভাপতিত্বে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক সাইয়্যিদ হাসানুল বান্না প্রমুখ।

এদিকে গত ৫ আগস্ট সন্ধ্যায় বন্ধ হওয়ার পর সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সানবীর হাসান মজুমদারের উপস্থিতিতে বেলা দেড়টার দিকে সীমিত পরিসরে কালিগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়েছে। এ সময় বিজিবি ১৭ ব্যাটালিয়নের ইন্ট অফিসার মেজর শাহ রেজা আল ফামি (এএমসি অফস), সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা বিএনপি’র একাংশের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবসহ কয়েকজন সমন্বয়ক ও থানার অফিসারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তারপরও দেশ ও জাতির স্বার্থে সবকিছু ভুলে গিয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরতে হবে সবাইকে। আর এজন্য সকলকে যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পুলিশ বাহিনীর কোনো দোষ নেই, সদ্য পদত্যাগকারী স্বৈারাচারী শেখ হাসিনা সরকার তাদেরকে ইচ্ছামতো তাদের স্বার্থে ব্যবহার করেছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ শাহিন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অনিবার্য কারণে থানার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছিল। এখন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যরা জনগণের পাশে থেকে যথাযথ ভূমিকা রাখবে।

বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সানবীর হাসান মজুমদার বলেন, ব্যক্তিস্বার্থের উর্দ্ধে থেকে সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেটা কারও জন্য কল্যাণ বয়ে আনবে না। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে সহায়তা করার জন্য সকল রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এদেশে সংখ্যালঘু বলে কেউ নেই। সবাই আমরা রাষ্ট্রের নাগরিক, সবার অধিকার সমান। জনগণের পাশে থেকে বিজিবি সদস্যরা সার্বিক সহায়তা করা হবে। তিনি গুজব ছড়িয়ে মানুষকে আতংকিত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!