খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

সাতক্ষীরার স্থগিত কেন্দ্রে মোটরসাইকেল, বাকি ৯ টিতে আনারসের জয়

গে‌জেট ডেস্ক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ শেষে জয়লাভ করেছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী। তবে নয়টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী আফজাল হোসেন হাবিল।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথমধাপে গত ২০ সেপ্টেম্বর এ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ১ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করেন উপজেলা রিটানিং কর্মকর্তা।

৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন হাবিল আনারস প্রতীক নিয়ে ৯৩৪ ভোটে এগিয়ে ছিলেন। ৮টি কেন্দ্রের ফলাফলে হাবিল (স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী)- ৪৬৯৩ ভোট, মারুফ হোসেন (স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী) ৩৭৫৯ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টো লাল গাইন পেয়েছিলেন ৩২৮৪ ভোট।

কলারোয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কেড়াগাছি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। গণনা শেষে ফলাফলে নৌকা প্রতীক পেয়েছে ৭ ভোট, আনারস প্রতিক ৫৫২ ভোট, মোটর সাইকেল প্রতিক ১১৬১ ভোট।

তিনি বলেন, তবে সব মিলিয়ে ৯টি ভোটকেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী আফজাল হোসেন হাবিল। তিনি মোট পেয়েছেন ৫২৪৫ ভোট, মোটরসাইকেল প্রতীক ৪৯২০ ভোট ও নৌকা প্রতীক পেয়েছে ৩২৯১ ভোট। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ছিল ২১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০৭০ ও মহিলা ভোটার ১০৪১ জন।

এদিকে, ভোটের আগের দিন থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রটিতে র‌্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!