পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়াসহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতনে আহত ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিগত ২০১৩ সালে পুলিশের গুলিতে পা হারানো এস এম আহাদ, শহর আলী, নিহতদের পরিবারের পক্ষ থেকে খোরশেদ আলম আন্দুল গফুর, ফকরুল হাসান শহর আনী প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ২০১৩ থেকে ২০১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মীর হত্যার নেপথ্যে ছিলেন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মকৃয়ূেরুল কবির ও জেলা প্রশাসক নাজমুন আহসান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পোষা গুন্ডা পুলিশ সুপার চৌধুরী মঞ্চজুরুল কবিরও পালিয়ে আছে। তবে বহাল তবিয়তে মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন স্বৈরচার শেখ হাসিনার আমনা, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। তারা দ্রুত নাজমুল আহসানের গ্রেপ্তারের দাবি জানান।
বক্তারা অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।