খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

শ্যামনগরে ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে গত কয়েক বছর ধরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় কাজ করে আসছে প্রগতি। এ লক্ষে ভার্চুয়াল জুমের মাধ্যামে সোমবার (১৭আগষ্ট) বেলা ১১ টায় শ্যামনগর প্রগতির কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে প্রথম পর্যায়ে ১৫ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

প্রগতির সভাপতি অধ্যাপিকা শাহানা হামিদ এর সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজাস্ব বোডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, আরার পরিচালক আবুল কালাম, প্রগতির প্রধান নির্বাহী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শ্যামনগর জলবায়ু পরিষদের সভাপতি উপাধক্ষ্য নিজাম উদ্দীন প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জলবায়ু পরিষদ সদস্য এড. মুনসুর রহমান, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের সহকারী পরিচালক আলমঙ্গীর কবীর, নকশি কাঁথা নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সিএসআরএল প্রতিনিধি সোয়েব চৌধুরী, সিএসআরএল শ্যামনগর, কয়রা ও গাইবান্ধার কর্মকর্তা পিযুষ বাউলিয়া, নিরাপদ মুন্ডা এবং রনজিত বর্মন। প্রগতির বিএনএফ কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাল প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচীর সাথে সংগতি রেখে “বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান” শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৩০ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে ৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সমগ্র অনলাইন অনুষ্ঠান পরিচালনা করেন নিত্যানন্দ সরকার ও সুপর্না কর্মকার।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!