খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

ভোমরা ইমিগ্রেশনে যাতায়াতের বেহাল সড়কে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

কয়েকদিনের ভারী বর্ষণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্ট সংলগ্ন ব্রিজের সম্মুখে রাস্তায় ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় বোঝার উপায় নেই কোনটি সড়ক আর কোনটি গর্ত। এসব গর্তে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন দু’দেশের পাসপোর্টধারী যাত্রীরা। তবে বিষয়টি দেখেও যেন দেখছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি এ গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন পাসপোর্টযাত্রী সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক। তিনি বলেন, চিকিৎসার উদ্দেশ্যে আমরা ৭ আগস্ট ভারতের মাদ্রাজ যাই। চিকিৎসা শেষে ২৫ আগস্ট ভারতের ঘোজাডাঙ্গা বর্ডার পার হয়ে বাংলাদেশের ভোমরা ইমিগ্রেশনে আসছিলাম। এ সময় জিরো পয়েন্ট এলাকায় ব্রিজের সামনে পৌঁছালে সড়কে থাকা একটি বড় গর্তে আমার স্ত্রী পড়ে গিয়ে কিছুটা আহত হয়। এসময় সে তার বাম পায়ে গুরুতর আঘাত পায়। পরবর্তীতে এক্স-রে করানো হলে দেখা যায় পায়ের গোড়ালির হাড় দুই খন্ড হয়ে গেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
খালেক আরও বলেন, আর কোনো পাসপোর্টযাত্রী যেন এ ধরনের দুর্ঘটনার শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

পাসপোর্টযাত্রী আবুল হোসেন বলেন, ভোমরা ও ঘোজাডাঙ্গা দুই পারেই ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার পর প্রায় আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে বর্ডার পার হতে হয়। এ পথের মধ্যে আবার বড় বড় ট্রাক চলাচল করে। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার বেশ কিছু জায়গায় ছোটবড় গর্ত তৈরি হয়েছে। পানিতে ডুবে থাকায় সেগুলো বোঝার উপায় নেই। ভারত থেকে ফেরার পথে গর্তে পড়ে আমার জামাকাপড় নষ্ট হয়েছে। আমার মতো অনেক যাত্রী একই রকম সমস্যায় পড়েছেন। অনেকে গর্তে পড়ে আহত হচ্ছেন। দ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করা উচিত। না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন বলেন, কয়েকমাস আগে সড়ক বিভাগের মাধ্যমে ভোমরা বন্দরের প্রধান সড়ক সংস্কার করা হয়েছে। তবে গত কয়েকদিন টানা বৃষ্টির মধ্যে ভারী মালামালবাহী ট্রাক চলাচলের কারণে জিরো পয়েন্টের কাছে ব্রীজের পাশে সড়কে বেশকিছু গর্তের সৃষ্টি হয়েছে। এজন্য পাসপোর্টযাত্রীরা সমস্যায় পড়ছেন। বিষয়টি সড়ক বিভাগকে জানানো হয়েছে। আশা করি তারা সড়ক বিভাগ রাস্তাটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেবেন।

সাতক্ষীরা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম বলেন, সম্প্রতি ভোমরা বন্দরের প্রধান সড়কটি কংক্রিটের ঢালাই দেয়া হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে জিরো পয়েন্টের কাছে ব্রিজের সামনের সড়কের কিছু স্থানে পানি জমে থাকার কারণে গর্ত হতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!