খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

সাতক্ষীরার দেবহাটায় অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা একটি দেশীয় ওয়ান শুটার গান, ৯ রাউন্ড গুলি ও ৪শ’পিস ইয়াবা ট্যাবলেটসহ তৈয়েব আলী নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে দেবহাটা থানা পুলিশ দক্ষিণ নাংলা গ্রামস্থ আইয়ুব আলী গাজীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত তয়েব আলী (২৮) সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের এফতেহার সরদার ওরফে কালুর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ নাংলা গ্রামস্থ আইয়ুব আলী গাজীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তয়েব আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ৯ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা ও ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এঘটনায় এসআই হাফিজুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসমির বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-১৩। ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ তৎসহ ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)। আটককৃতকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!