সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ মাসুদ রানা ওরফে কোপা মাসুদ ও তার বাহিনীর সদস্য কর্তৃক বাজারের ব্যবসায়ীদের দোকানঘর ভাংচুর ও তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদে ও তাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়িরা। শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ধুলিয়ার-ব্রক্ষ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
খোরশেদ আলম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ঢালী, ব্রক্ষ্মরাজপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আনারুল ইসলাম, এম এ হাসান, বিকাশ ঘোষ, বিশ্বজিৎ সাধু, শংকর সাধু, পলাশ সাহা, সবীর সাহা, গোলাম মুস্তফা প্রমূখ।
বক্তারা বলেন, মাসুদ রানা ওরফে কোপা মাসুদ আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে ধুলিয়ার-ব্রহ্মরাজপুর বাজার এলাকায় সন্ত্রাসীর রাজত্ব কায়েম করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে রেখেছিল। বাজারের ব্যবসায়ীদের কাছ থেকেও সে প্রতিনিয়ত লাখ লাখ টাকা চাঁদা আদায় করত। তার চাঁদাবাজীর কারনে ব্যবসায়িরা সবসময় আতংকে থাকতো। তার বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজী ও ডাকাতিসহ প্রায় ড’জনখানেক মামলা রয়েছে।
মাসুদ রাান সবসময় কোপা হাতে নিয়ে ঘোরাঘুরি করার কারনে সবাই তাকে কোপা মাসুদ বলে ডাকে। কথায় কথঅয় সে কোপা নিয়ে মানুষের দিকে তেড়ে আসে। সেকারনে তার ভয়ে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়িরা কেউ মুখ খলতে সাহস পায়না। আ’লীগ সরকারের সময় নিজেকে যুবলীগ নেতা আর সরকার পতনের পর এখন যুবদল নেতা পরিচয় দিয়ে সে এসব অপকর্ম করে যাচ্ছে। এলাকায় তার রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী।
বক্তারা আরো বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগষ্ট (সোমবার) রাতে ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়ীদের থেকে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা চাঁদা আদায় করে। এসময় অনেককে মারপিট করে তার বাহিনীর সদস্যরা। সে দীর্ঘ দিন ধরে এই এলাকায় মানুষদের বাড়ি থেকে মোবাইলে কল করে ডেকে নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে। শুধু ব্যবসায়ীরা নয়, এই এলাকার সংখ্যালুঘুরা ও রাতে ঘুমাতে পারে না তার তান্ডবের ভয়ে।
নিজেদের যানমাল রক্ষা ও ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়িরা যাতে কোপা মাসুদের অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেয়ে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা করতে পারে এবং দ্রত তাকেসহ মাসুদ বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেপ্তার পূর্বক আইনের অওতায় আনা হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে জোর দাবি জানান ব্যবসায়িরা।
খুলনা গেজেট/এএজে