সাতক্ষীরার কলারোয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ জুন) ভোরে তার মৃত্যু হয়।
এরআগে গত ৩১ মে কলারোয়া হাসপাতালের পাশে রাস্তার উপর হামলা চালায় গ্যাংটি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তরুণ রানাকে আটক করেছে পুলিশ।
নিহত মনিরুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালি গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করে।
নিহতের স্বজনরা জানান, মনিরুল ইসলামের কাছ থেকে ঝিকড়া দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে রানা (২০) একটি বাটন মোবাইল ফোন কেড়ে নেয়। ফেরত চাইলেও মোবাইল ফোনটি দুই দিনেও ফেরৎ দেয়নি সে। এরপর ৩১ মে রাত ১০টার দিকে মোবাইল দেওয়ার কথা বলে মনিরুলকে বাড়ি থেকে ডেকে নেয় রানা। হাসপাতালের পাশের সড়ক পর্যন্ত পৌঁছালে সেখানে রানা সেভেন আপের বোতল দিয়ে মাথায় আঘাত করে। এ সময় রানার সঙ্গে আরও ৭-৮ জন তরুণ ছিল।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে রানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। মামলায় ৩ জুন তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। এখন মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।
খুলনা গেজেট/এসজেড