সাতক্ষীরার সুলতানপুর সরদারপাড়া এলাকার চা বিক্রেতা ইয়াছিন আলী মোল্লাকে হত্যার দায় স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া জাকির হোসেন শেখ। সোমবার (৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতে তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দি রেকর্ড করেন ওই আদালতের বিচারক রাকিবুল ইসলাম। জাকির একই এলাকার বাচ্চু শেখের ছেল।
মামলার এজাহার থেকে জানা গেছে, ৩০ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কে একটি বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের জন্য জাকির ভিকটিম ইয়াছিন মোল্লাকে একটি দোকান থেকে নেয়। পরদিন সকালে বাইপাস সড়কের বকচরা এলাকার জনৈক নুরুজ্জামানের চিংড়ী ঘেরের পাশ্ববর্তী নেপিয়ার ঘাস বাগান সংলগ্ন জলাশয় থেকে ইয়াছিনের মস্তক বিহীন লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
হত্যার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশের পাশাপাশি র্যাব ছায়া তদন্তে নামে। রোববার ভোরে র্যাবের বিশেষ অভিযানে শহরতলীর পারকুকরালির গড়েরকান্দা কাঠালতলা গ্রচ্ছগ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জাকির হোসেনকে । তার দেখানো মতে কামালনগরের সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের মাছের ঘেরের দক্ষিণ পাশের বাইপাস সড়কের একটি ব্রীজের নীচের জলাশয় থেকে নিহতের মাথা উদ্ধার করা হয়।
আটকের পর র্যাবের কাছে জাকির স্বীকার করেন ২০ হাজার টাকা ইয়াছিনের কাছে পেত জাকির। টাকা চাইলে সে টালবাহানা করত। এর প্রতিশোধ নিতে তিনি ইয়াছিনকে কৌশলে বাইপাস সড়কে ডেকে নিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে। পরে কাটা মাথা নিহতের জামা দিয়ে মুড়িয়ে একটি চটের বস্তায় ভরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোামিটার দূরে শহরের কামালনগর এলাকার সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের মাছের ঘেরের দক্ষিণ পাশের বাইপাস সড়কের একটি ব্রীজের নীচের জলাশয়ে ফেলে দেয়। এরপর নিজে গোসল সেরে ভ্যান নিয়ে বাড়ি চলে যায়। রোববার দুপুরে জাকিরকে সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা আজিজুল ফয়সাল তারেক জানান, গ্রেপ্তারকৃত আসামী জাকির হোসেনকে সোমবার দুপুরে আদালতে হাজির করানো হয়। পরে সে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক রাকিবুল ইসলামের কাছে চা বিক্রেতা ইয়াছিন আলী মোল¬াকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পাওনা ২০ হাজার টাকার জন্য সে নিজে একাই ইয়াছিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বলে বিচারককে জানিয়েছে। সোমবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।
খুলনা গেজেট/এসজেড