খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

সাতক্ষীরায় ১০দিনে প্রেসক্লাবের তিন সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

একটি শোক কাটিয়ে উঠতেই আরেকটি শোকে কাতর সাতক্ষীরার সাংবাদিক সমাজ। গত ১০দিনের ব্যবধানে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য তিনজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ দিনের সহকর্মীকে চিরদিনের জন্য হারিয়ে শোকাহত তাদের সহকর্মীরা।

গত ২৪ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, কৃষকলীগ নেতা দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক স. ম. তাজমিনুর রহমান টুটুল (৫৫) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এরপর ২৭ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী ভারতের পশ্চিম বঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে মৃত্যুবরণ করেন দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা মুকুল। দীর্ঘদিন তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।

মাত্র ১০দিনের ব্যবধানে সাতক্ষীরার সাংবাদিকদের মধ্য থেকে হারিয়ে গেল তিন সদস্য।

সাতক্ষীরার সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!