খুলনা, বাংলাদেশ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
  জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  গৌরবময় স্বাধীনতা দিবস আজ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত দুই

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত তিন যুবকের মধ্যে ছাতিন ইশরাক (১৯) নামে একজন মারা গেছে। খুলনা গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে ভোমরা স্থলবন্দর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ছাতিন ইশরাক সাতক্ষীরা শহরের বাটকেখালি এলাকার মোঃ কামরুজ্জামান হাওলাদারের ছেলে।

আহত অপার দুই যুবক হলো, সাতক্ষীরা শহরের পারকুখরালী এলাকার সুশীল মাস্টারের ছেলে চন্দন (২০) ও একই এলাকার স্বপন সরকারের ছেলে রিপন সরকার (২০)। গুরুতর আহত অবস্থায় তারা দুইজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন জানান, সোমবার দুপুরের দিকে ছাতিন, রিপন ও চন্দন তিন বন্ধু একসাথে একটি মোটরসাইকেলে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে সাতক্ষীরায় আসছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক পিছন দিক থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে বিকালে তাদের তিনজনকে খুলনায় পাঠানো হয়। এদের মধ্যে ছাতিনকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং চন্দন ও রিপনকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে পাঁচটার দিকে ছাতিন ইশরাক মারা যায়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!