সাতক্ষীরায় বয়লার বিস্ফোরণে আহত শ্রমিক তোফাজ্জল হোসেন (৭১) মারা গেছে। ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ মে) সন্ধ্যায় তিনি মারা যান। এর আগে শুক্রবার (১৭ মে) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরের মনটার অটো রাইস মিলের বয়লার বিস্ফোরনে গুরুতর আহত হন তিনি।
নিহত তোফাজ্জল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর বালুগাছা গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, তোফাজ্জেল হোসেন ব্রাহ্মরাজপুর বাজারের মৃত দিলিপ ঘোষের ছেলে দেবব্রত ঘোষ ওরফে মন্টার অটো রাইচ মিলে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিলেন। কিন্তু অটো রাইচ মিলটি দীর্ঘদিন সংস্কার না করায় ত্রুটিপূর্ণ ছিল। এমতাবস্থায় শুক্রবার (১৭ মে) সকাল ৯টার দিকে রাইচ মিলে কাজ করতে গেলে ত্রুটিপূর্ণ বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ধান সিদ্ধ করা জন্য রাখা গরম পানির ড্রাম উল্টে তার শরীরের উপর পড়লে সমস্ত দেহ মারাত্মকভাবে দগ্ধ হয়ে ঝলসে যায়। মিলে থাকা অন্যান্য শ্রমিকরা দগ্ধ তোফাজ্জেলকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মারা যান বৃদ্ধ শ্রমিক তোফাজ্জল হোসেন ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিদুল ইসলাম বলেন, বয়লার বিস্ফোরণের আহত একজনের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।