সাতক্ষীরার দেবহাটায় শ্যামনগরগামী মামুন পরিবহনের একটি বাসের ধাক্কায় যাত্রীবাহী মহিন্দ্রা উল্টে লক্ষীকান্ত মন্ডল নামে এক মাছ ব্যবসায়ী নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেবহাটা উপজেলার চাঁদপুর মাদরাসা সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাছ ব্যবসায়ী লক্ষীকান্ত মন্ডল সাতক্ষীরা সদর উপজেলা বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মন্ডলের ছেলে।
এছাড়া আহতরা হলেন একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল, মনীষা মন্ডল ও সীতা মন্ডল।
নিহত লক্ষীকান্ত মন্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মন্ডল জানান, কালিগঞ্জ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্তসহ ছয়জন মাহিন্দ্রা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামনগরগামী মামুন পরিবহনের একটি বাস তাদের বহনকারী মাহিন্দ্রাটি কে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি রাস্তার উপর উল্টে পড়ে গেলে মহিন্দ্রা যাত্রী সাতজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীকান্তের মৃত্যু হয়।
দেবহাটা থানার উপ পরিদর্শক সুজন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামুন পরিবহনের ঘাতক বাসটিসহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম