সাতক্ষীরায় মাছের ঘেরের ধান ক্ষেত থেকে এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বেলা সোয়া দশটার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের জনৈক আইয়ুব আলী সরদারের মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ঘের কর্মচারীর নাম মোঃ আব্দুর রহমান গাজী (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের মৃত বাবুর আলী গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী দীপঙ্কর ও রবিউল ইসলাম জানান, আব্দুর রহমান গাজী তালতলা গ্রামের মনিরুল ইসলাম মেম্বারের ঘেরের কর্মচারী ছিল। শনিবার দিন সকালে সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে আইয়ুব আলী সর্দারের মাছের ঘেরের ধানক্ষেতে আব্দুর রহমান গাজীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃতের মুখে গামছা বাঁধা ছিল।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছের ঘেরের ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরহতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যু আসল কারণ জানা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
খুলনা গেজেট/এনএম