খুলনা, বাংলাদেশ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না : ফারুক
  ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ সন্ত্রাসী গ্রেপ্তার

গেজেট ডেস্ক

সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার (১ মে) দিনগত রাত পৌণে ৮টার দিকে জেলা সদর থানার টিবি হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দু’টি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ মনোজ সরদার (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মনোজ সাতক্ষীরা সদর থানার ফিংড়ি গ্রামের মানস সরদার ছেলে।

র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার রাজ্জাক পার্কের সামনে অবস্থান করছিল। এমন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে টিবি(কলেরা) হাসপাতাল সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কিছু লোক মাদক কেনা-বেচা করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি রাত পৌঁণে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মনোজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী লোহার ২ (দুই) টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মনোজকে অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ এম এন এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!