খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হত্যা মামলায় সালমান এফ রহমান ফের ৩ দিনের রিমান্ডে
  মারধর ও হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা
  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

সাতক্ষীরায় দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সোবহান (৬৭) নামের অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় সাতক্ষীরা -খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবহান সাতক্ষীরা শহরের পৌর এলাকার মধ্যকাটিয়া গ্রামের মৃত শামজেদ আলী সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়িতে উচ্চমান সহকারী থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন।

নিহতের স্বজনরা জানান, রোববার বেলা ১১টার দিকে বাজার করার জন্য বাড়ি থেকে বের হন আব্দুস সোহবান। বাজার করে বাড়ি ফেরার পথে পথিমধ্যে শহরের আমতলা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটর সাইকেলের সাথে আব্দুস সোবহানের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!