সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তারুণ্য মেলায় উদীচীর স্টল স্থান পাওয়ায় প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার নেতৃবৃন্দ। ঘটনার প্রতিবাদে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তারুণ্য মেলায় উদীচীর ৪১ নং স্টলের সামনে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে উদীচীর স্টলের ব্যানারে অগ্নিসংযোগ করেন নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত রহমান ও যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন রনি।
এ সময় নেতারা বলেন, জুলাই বিপ্লবে উদীচী আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলো। বিপ্লবের পর ১৫ আগস্ট শোক দিবস বাতিলের নিন্দা জানিয়েছে উদীচী। তারা জুলাই বিপ্লব প্রতিরোধে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছিলো। কিভাবে জেলা প্রশাসক তাদের স্টল বরাদ্দ দেয় এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। শুধু তাই নয় এই স্টলে শেখ রাসেলসহ আ’লীগের বিভিন্ন বই রাখা হয়েছিলো। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এসময় তারা বলেন, চব্বিশ ঘন্টার মধ্যে জেলা প্রশাসনকে এ ঘটনার জবাব দিতে হবে। তা না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করবে। ৫ আগস্ট এর পরেও যারা আ’লীগকে প্রমোট করছে তাদের আমরা বাংলার মাটিতে চাই না। জেলা প্রশাসককে এর জবাব দিতে হবে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা উদীচি’র সদস্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
উদীচীর স্টল বরাদ্দ সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল বলেন, উদীচী কি? তারা কী করেছে তা তিনি জানেন না।
খুলনা গেজেট/ টিএ