সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওহি সুলতানা (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা হাফিজা খাতুন গুরুতর আহত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় উত্তেজিত জনতা দীর্ঘসময় সড়ক অবরোধ করে ও ঘাতক ট্রাকটি ভাংচুর করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ট্রাক চাপায় নিহত শিশু ওহি সুলতানা সাতক্ষীরা সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মিতুল গাজীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাফিজা খাতুন মেয়েকে সাথে নিয়ে সাতক্ষীরা থেকে ভ্যানযোগে সদর উপজেলার হাড়দ্দহে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পতিমধ্যে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পণ্যভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১১-৭৪৮৫) ভ্যান টিকে ধাক্কা দিলে ছিটকে রাস্তার উপর পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওহি সুলতানা। এ ঘটনার উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে এবং ট্রাকটি আটক করে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও তার চালককে আটক করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি হেলপার চালাচ্ছিলো বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/এনএম