খুলনা, বাংলাদেশ | ১৫ আশ্বিন, ১৪৩১ | ৩০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা : আত্মসমর্পণ করেছেন শফিক রেহমান
  ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণু হত্যা মামলার রায় ঘোষণা আজ
  এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৯ অক্টোবর

সাতক্ষীরায় কোটা আন্দোলনে আটক ১২ শিক্ষার্থী রিমাণ্ডে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় হামলা ও অগ্নিসংযােগের অভিযোগে দায়ের করা মামলায় ১৬জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনের প্রত্যেককে ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সােমবার (২৯ জুলাই) সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক জিয়াউর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক সেলিম মামলার আসামীদের জিজ্ঞাসাবাদে জন্য প্রত্যকের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার রিমান্ড শুনানির দিন আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমান ১২ জন আসামির প্রত্যেককে জিজ্ঞাসাবাদে জন্য ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ বছরের নিচে বয়স হওয়ায় ৪জন শিক্ষার্থীর রিমান্ড না মঞ্জুর করেন একই আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক সেলিম জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নং মামলায় আটককৃত ১৬ জনের বিরুদ্ধে ভাংচুর, অগ্নিসংযােগ, পুলিশের কাজে বাঁধাদানসহ বিভিন্ন অভিযােগ রয়েছে।

আসামী পক্ষের আইনজীবী এড. আব্দুল মজিদ আদালতে আটককৃত ছাত্রদের রিমান্ড শুনানি বাতিল করে জামিনের আবেদন করেন। এসময় এড. শাহ আলম, এড. শহিদুল ইসলামসহ অর্ধশতাধীক আইনজীবী শুনানিতে অংশ নেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!