খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

সাতক্ষীরায় কোটা আন্দলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় কোটা আন্দলনের পক্ষে-বিপক্ষে আন্দলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান নেয়। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪ টার দিকে আন্দলনকারীরা জেলা শহরের নারিকেলতলা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে।

এদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা একই সময় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে পাল্টা মিছিল বের করে। পরে তারা মুখোমুখি অবস্থান নেয়। সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ দুই গ্রুপের মাঝখানে ব্যারিকেট তৈরী করে।

এ সময় ছাত্রলীগের সমর্থকরা লাঠি ও লোহার রড হাতে নিয়ে মহাড়া দিতে থাকে।

অপরদিকে, আন্দোলনকারীরা নারিকেলতলা মোড়ে সাতক্ষীরা-খুলনা মহা সড়কের উপর বসে পড়ে এবং যান চলাচল বন্ধ করে কোটা আন্দোলনের পক্ষে শ্লোগান দিতে থাকে। সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!