সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা বিজিবি সদস্যরা গত সাতদিনে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাতক্ষীরার পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাঁকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকা থেকে এসব চোরাচালানী পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ সদর উপজেলার পদ্মশাখরা হতে কলারোয়া উপজেলার হিজলদী ও চান্দুড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকারের ওষুধ, শাড়ি, বোরকা, আগরবাতি, ফেন্সিডিল, বিভিন্ন ধরনের মদ, মোবাইল ফোন, কম্বল, থ্রি-পিচ ও ইমিটেশনের গহনা ইত্যাদি। চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত উল্লেখিত সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
আটক চোরাচালানী পণ্যের মধ্যে ১১ লাখ ২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ৬৬ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন ধরনের ওষুধ, ২ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ১ লাখ ৯৩ হাজার টাকার ৬টি ভারতীয় মোবাইল ফোন, ৬৫ হাজার টাকার কম্বল, ২২ হাজার টাকা মূল্যের আগরবাতি, ৯ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস এবং ১ লাখ ৭৭ হাজার ৫৩৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ইমিটেশন গহনাসহ ও অন্যান্য মালামাল। তবে এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
সূত্র আরও জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে ঢোকায় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি, স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন পূর্বক সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে সীমান্তে চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত অপরাধ বন্ধে বিজিবি’র এরূপ অভিযান অব্যহত থাকবে বলে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এনএম