খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চট্টগ্রামের৷ রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  টেকনাফ থেকে অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ, আটক ২
  বাংলাদেশের পট পরিবর্তন অন্যদের জন্য শিক্ষণীয় : প্রধান উপদেষ্টা
  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী

সাড়ে তিন ঘণ্টা পর ব্যাংক থেকে জিম্মিদের উদ্ধার, ৩ ডাকাত আটক

গেজেট ডেস্ক 

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলের হাতে জিম্মি হওয়াদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা।

এ সময় তিন ডাকাতকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডাকতরা অপেক্ষাকৃত কমবয়সী বলে জানা গেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান বলেন, আত্মসমর্পণ করা তিনজনের নাম সাফায়েত, নীরব ও সিফাত বলেছে। তবে নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে। এদের মধ্যে দুজনের বয়স ১৪ এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা করছি আমরা।

তিনি আরও বলেন, রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্যাংকটি থেকে জিম্মি ও ডাকাতদের নিয়ে বের হতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এর আগে দুপুর দুইটার দিকে ডাকাতদল ব্যাংকটিতে হানা দেয়। খবর পেয়ে দ্রুত ব্যাংকটি বাইরে থেকে ঘিরে রাখে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে তারা জিম্মিদের উদ্ধারে পদক্ষেপ শুরু করে। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনটি গাড়িতে করে ব্যাংকটি থেকে জিম্মি ও ডাকাতদের নিয়ে বের হতে দেখা যায়। ব্যাংকটিতে গ্রাহক ও গ্রাহকসহ ১০-১২ জন জিম্মি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!