শরিফুলের জোড়া শিকারে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে বাংলাদেশ। সপ্তম ওভারে শান মাসুদকে (৬) ফেরায় শরিফুল। প্রথমে আম্পায়ার সাড়া দেয়নি, বাংলাদেশের রিভিউতে শানকে আউট দেন তিনি। যদিও পরে দেখা যায় বলটি শানের ব্যাটে নয়, প্যাডে লেগেছে। নিজের দ্বিতীয় ওভারেই আরেকটি সাফল্য শরিফুলের। বাঁহাতি এই পেসার এবার ফেরালেন বাবর আজমকে। লিটনের ক্যাচ হয়ে ফেরার আগে কোনো রানই তুলতে পারেননি তিনি। পাকিস্তান ১৫ রান তুলতেই হারিয়ে বসে ৩ উইকেট।
১৪ ওভার শেষে ৩ উইকেটে ৫১ রানে ব্যাট করছে পাকিস্তান। ক্রিজে সাইম আইয়ুবকে সঙ্গ দিচ্ছেন সৌদ শাকিল।
এর আগে হাসান মাহমুদে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। তার ডেলিভারি আব্দুল্লাহ শফিকের ব্যাটের বাইরের দিকে লেগে চলে যায় স্লিপের দিকে। সেখানেই দুর্দান্ত এক ক্যাচ ধরেন জাকির। সাজঘরে ফেরার আগে ১৪ বলে ২ রান করেন শফিক।
এর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে আছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। প্রথম টেস্ট থেকে ইনজুরি নিয়ে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার জায়গায় একাদশে ঢুকেছেন সাদমান ইসলাম। পাকিস্তান একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে। তাদের একাদশে আছে চার পেসার।
সকাল ১১টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাওয়ালপিন্ডিতে রাতে ভারী বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। মধ্যাহ্ন বিরতির আগেও টস করা যায়নি। নির্ধারিত সময়ের ৪ ঘন্টা পর টস হয়েছে।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
পাকিস্তানের একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ, বাবর আজম, সূদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ, মোহাম্মদ আলী।
খুলনা গেজেট/এমএম