বঙ্গোপসাগরে ৯টি ট্রলারে হানা দিয়ে ডাকাতরা কোটি টাকার ইলিশ নিয়ে গেছে বলে জানিয়েছেন জেলেরা। নোয়াখালীর হাতিয়ার কাছে কালিরচরে শুক্রবার (২৬ আগস্ট) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ঘটনা ঘটে।
ফিশারি ঘাট মৎস্য সমবায় সমিতির সভাপতি বাবুল সরকার বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘গভীর সমুদ্রে পাঁচ দিন মাছ ধরার পর শুক্রবার ঘাটে ফিরছিলেন জেলেরা। এ সময় হাতিয়া ও সন্দীপের মাঝামাঝি কালিরচর এলাকায় ৯টি ট্রলার আটকে বিপুল পরিমাণে ইলিশ, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা৷ লুট হওয়া ইলিশের দাম অন্তত কোটি টাকা।’
তিনি জানান, ডাকাতি শেষে বোটের ইঞ্জিন বিকল করে ডিজেল নিয়ে যায় ডাকাতরা। এখন পর্যন্ত সাতটি ট্রলার ফিরে এসেছে ঘাটে, দু’টি আসতে পারেনি। আমরা তাদের খোঁজার চেষ্টা করছি। দুই বোটে ৪০ থেকে ৪২ জন জেলে থাকতে পারে।
ডাকাতির ঘটনা কোস্টগার্ড, র্যাব ও নৌ পুলিশকে জানিয়েছেন তিনি।
ডাকাতির বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান কোস্টগার্ড পূর্বাঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।
খুলনা গেজেট/এমএনএস