খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

সাকিব হঠাৎ দুবাইয়ে

ক্রীড়া প্রতিবেদক

দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাকিব। এর মাঝেই আবার দুবাইয়ে উড়াল দিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেই সাকিব। কবে নাগাদ তিনি ফের মাঠে ফিরবেন সেই বিষয়টিও এখনও নিশ্চিত নয়। তবে দলে না থাকলেও আবু ধাবিতে চলমান টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের ফটোশুট ও স্পন্সরশিপের কাজ করতেই আজ শনিবার (২ ডিসেম্বর) দুবাই গেছেন সাকিব।

দলটির হয়ে খেলেছেন একাধিক আসরে। এবারও নাম লিখিয়েছিলেন আইকন হিসেবে। তবে চোটের কারণে এই আসরে খেলা হচ্ছে না তার। সাকিব শুধু দলটির ক্রিকেটার নন, ব্রান্ড অ্যাম্বাসেডরও। ফলে বাংলা টাইগার্সের প্রচারণায় অংশ নিতেই টি-টেন লিগে গেলেন সাকিব। দুবাইতে দুই দিন অবস্থান করবেন সাকিব। যেখানে বাংলা টাইগার্সের বাণিজ্যিক কাজে অংশ নেওয়ার পাশাপাশি দলের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবেন।

গত ২৮ নভেম্বর শুরু হওয়া টি-টেন লিগে এবার এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। তাতে ১ জয়ের বিপরীতে ১ হার। ৮ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ৯ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে যান সাকিব।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!