আসরের শুরু থেকেই রান খরায় ভুগছিলেন সাকিব আল হাসান। অবশেষে তার ব্যাটে রান এসেছে। হেসেছে রংপুর রাইডার্সও। ব্যাটিংয়ে ২০ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতে ১৬ রানে ৩ উইকেট শিকার করেছেন সাকিব। তার অলরাউন্ড পারফরম্যান্সে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৬০ রানের বড় জয় পেয়েছে রংপুর।
সাকিব ফর্মে ফেরায় খুশি অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট হাতে আগের রূপে ফিরতে সাকিব যেভাবে চেষ্টা করছেন এবং দিরে এসেছেন তা অনেকের জন্যই অনুপ্রেরণার বলে মনে করেন রংপুর অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বলছিলেন, ‘সত্যি করে বলতে আলহামদুলিল্লাহ। সাকিব ভাই যেভাবে দলের প্রতি নিবেদিত ছিলেন, নিজের প্রতি নিবেদিত ছিলেন, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় জিনিস। সে যেভাবে চেষ্টা করছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো খেলছে। এই সময়ে এসে আমার কাছে মনে হয় সাকিব ভাইয়ের পাওয়ার কিছু নেই এখান থেকে।’
‘অনেক কিছু পাইছে, আমার কাছে মনে হয় উনি যেভাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করছিল, ব্যক্তিগতভাবে অনুশীলন বলেন, সব কিছু মিলিয়ে তিনি সংগ্রাম করছিলেন। কিন্তু ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা করছিল আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণার।’-যোগ করেন সোহান।
সাকিব নিজের ইচ্ছায় আজ তিন নম্বরে ব্যাট করেছেন। সোহান বলেন, ‘সাকিব ভাই চেয়েছিলেন একটু সময় নিয়ে খেলতে, যেহেতু টি-টোয়েন্টি খেলা, সময় কম থাকে, তো ওভাবেই (পরিকল্পনা) করছিলেন। আল্টিমেটলি আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি, সাকিব ভাই নিজেই তিনে ব্যাটিং করতে চেয়েছে।’
কয়েক দিন আগে সাকিবকে মাঠে দুয়ো দিয়েছেন দর্শকরা। যা নিয়ে আফসোস ঝরেছে সোহানের কন্ঠে, ‘আর সবথেকে বড় কথা দেখেন, আমদের ক্রিকেট এই জায়গায় আসার পেছনে সাকিব ভাইয়ের অনেক বেশি অবদান রয়েছে। আমার কাছে মনে হয় আমরা খুবই বেশি অকৃতজ্ঞ, যে খুব তাড়াতাড়ি ভুলে যাই, অনেক সময় মাঠে যে ধরণের ঘটনা (ইনসিডেন্ট) হচ্ছে, এটা আসলে আমাদের ক্ষেত্রে হলে অনেক সময় মানা যায়, তার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না।’
খুলনা গেজেট/ এএজে