নির্বাচন শেষে আবার চাঙা ক্রিকেট মাঠ। কারণ সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। ১৯ জানুয়ারি মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগের দশম আসর। ক্রিকেট মাঠের সঙ্গে চাঙা হয়েছে দীর্ঘদিন ধরে চলা জাতীয় দলের অধিনায়ক ইস্যুও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি ও সাকিব আল হাসান— এই ইস্যুকে বলের মতো একে অন্যের কোর্টে ঠেলে দেন। আসলে এর শেষ কোথায়! স্থায়ী অধিনায়কত্বে কোন পথে হাঁটবে বিসিবি।
সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে মাগুরা-১ থেকে এমপি নির্বাচিত হওয়ার পর দিনই নেমে পড়েন ক্রিকেট মাঠে। যোগ দেন রংপুর রাইডার্সের অফিসিয়াল অনুশীলনে। এমপি নির্বাচিত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েই অধিনায়কত্বের ইস্যুতে কথা বলতে হয় তাকে। এবারও বরাবরের মতো বিসিবির কোর্টে বল ঠেলে দেন তিনি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে গণমাধ্যমে সাকিব বলেছিলেন, বিশ্বকাপের পর একদিনও অধিনায়কত্ব করবেন তিনি। এ বিষয়ে নতুন করে সরাসরি বিসিবিকে কিছু জানিয়েছেন কি না, প্রশ্ন ছিল তার কাছে।
সাকিবের সোজাসাপ্টা উত্তর এ সব নিয়ে এখনো আলোচনা হয়নি। বোর্ডের সঙ্গে বসে ভালো সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। অধিনায়কত্বের ইস্যুতে একই মনোভাব বিসিবি। ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবের পরিকল্পান জেনেই সিদ্ধান্ত নেবে বোর্ড।
তিন ফরম্যাটের দুটিতে অধিনায়ক ছিলেন সাকিব। নির্বাচনী ব্যস্ততা আর ইনজুরির কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ। এ সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। তার অধিনায়কত্বে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টেস্ট জয় পায় বাংলাদেশ।
এ ছাড়া নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়ের খরা মেটায় টাইগাররা। স্বাভাবিকভাকে প্রশ্ন উঠেছে শান্ত না সাকিব, অধিনায়ক হিসেবে কাকে বেঁচে নেবে ক্রিকেট বোর্ড।
এ ক্ষেত্রে কিছুটা এগিয়ে শান্ত। একই সঙ্গে মাঠের ক্রিকেট এবং রাজনীতি চালিয়ে নেওয়া বেশ কঠিন এমনটা মানছেন জালাল ইউনুস। মঙ্গলবার নিজ অফিসে তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়ায় সাকিবকে এখন এলাকাতেও সময় দিতে হবে। তবে সবকিছু নির্ভর করছে সাকিবের পরিকল্পনার ওপর।
এক দিকে সাকিব বলছেন, বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সবকিছু। আর বিসিবি বলছে সাকিবের পরিকল্পনার ওপর সিদ্ধান্ত। ২০ জানুয়ারি ঢাকায় ফিরবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বোঝাই যাচ্ছে অধিনায়কত্ব ইস্যু নিয়ে আরও কিছুদিন পরস্পরের কোর্টে বল ঠেলাঠেলি হবে।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই অধিনায়কত্ব এবং লম্বা সময়ের জন্য ওয়ানডে নেতৃত্ব পাকাপোক্ত করতে চায় বিসিবি। অধিনায়ক ইস্যুতে সব সময়ই নাটকীয়তা দেখিয়েছে বোর্ড, এবারও হয়তো অপক্ষো করছে তাই!
খুলনা গেজেট/ এএজে