বাংলাদেশ ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক ‘ফাটল’ ধরেছে। দুই বন্ধু এখন আর প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে কথা বলেন না। প্রয়োজন হলেও বলেন না। তাদের সম্পর্কের উন্নতির চেষ্টাও করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তাতে কোনো লাভ হয়নি। সম্প্রতি ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিসিবি বস।
রোববার (২৬ ফেব্রুয়ারি), ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ, ড্রেসিংরুমের বর্তমান অবস্থা ও সাকিবের সঙ্গে ‘দ্বন্দ্ব’ ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
দীর্ঘ দিন ধরে জাতীয় দলে এক সঙ্গে খেলছেন দেশের ক্রিকেটের বড় এই দুই তারকা। এক সময় সাকিব এবং তামিম ছিলেন মানিকজোড়। কিন্তু গত কয়েক বছর ধরে তাদের সম্পর্ক ভালো নেই, এমনটাই ভেসে বেড়াচ্ছিলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে।
তবে তামিম ইকবাল জানান, মাঠে নামলে তারা কেবল সেরাটা দেয়ার প্রত্যেয়েই থাকেন। সেই সঙ্গে দলের প্রয়োজনে সাকিবের কাছে পরামর্শ চান তামিম। সেই সঙ্গে সাকিব পরামর্শ চাইলে সেটার জন্যও তামিম প্রস্তুত থাকেন।
তামিম ইকবাল বলেন, ‘আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, মাঠে যখন আমি নামি আমি আমার সেরাটা দেই, সে (সাকিব) তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’
তামিম আরও বলেন, ‘আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যদি ঠিক থাকে… আমি একটা সংস্করণের অধিনায়ক, যখনই আমার সহায়তার প্রয়াজন হয় সে করে। আমি আপনাকে এটা নিশ্চিত করছি সে যখন অধিনায়কত্ব করে এবং আমি টেস্ট খেলি কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সবসময় আছি। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। এর বাইরে কিছু নেই।’
খুলনা গেজেট/এমএম