সূর্যমুখী ফুলের বাগানে কানে লাল ফুল গুঁজে দাঁড়িয়ে আছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবির নিচে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন কিছু মানুষ। আর এমন কুরুচিপূর্ণ মন্তব্য চোখে পড়েছে পুলিশের। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বিষয়টি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপি নামক পেইজে একটি পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশ এর গর্ব সাকিব আল হাসান এর পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।’
স্ত্রী ও দুই কন্যার সঙ্গে সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো বাবা হন। সেপ্টেম্বরে সাকিবের দেশে ফিরে অনুশীলন শুরু করার কথা রয়েছে। আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের টেস্ট সিরিজ রয়েছে। কিন্তু এই সিরিজে সাকিব থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
খুলনা গেজেট/এএমআর