খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

সাকিবের পর তার স্ত্রীর ব্যাংক হিসাবও জব্দ

গেজেট ডেস্ক

ক্রিকেট তারকা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাঁদের কয়েকজন সহযোগীর হিসাবও জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত মাসের শেষের দিকে তাঁদের হিসাব রয়েছে, এমন ব্যাংকগুলোর কাছে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে জব্দের আদেশ দিয়েছে।

এর আগে গত ২ অক্টোবর সাকিব আল হাসান ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছিল বিএফআইইউ। তাঁদের লেনদেন পর্যালোচনায় অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় তাঁদের হিসাব জব্দ করা হয় বলে জানান ইউনিটটির একজন কর্মকর্তা।

জানা যায়, আগামী ৩০ দিন এসব হিসাবে সাকিব আল হাসান এবং অন্যরা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত রাখার এ সময় বাড়ানো হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাব জব্দ বা স্থগিত করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার সাকিব আল হাসান, তাঁর স্ত্রী ও ব্যবসায় সহযোগীদের হিসাব জব্দ করা হয়েছে।

সাকিব আল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে দেশে মামলাও হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে তাঁর ঢাকায় আসার কথা থাকলেও তিনি শেষ মুহূর্তে দেশে না ফেরার সিদ্ধান্ত নেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলার পাশাপাশি সাকিব আল হাসান একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!