দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মাঠে নামা সাকিবের শুভাকাঙ্ক্ষীর অভাব হচ্ছে না। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তাকে বিজয়ী করতে ভোটের মাঠে পাশে থাকার ঘোষণা দিয়েছেন তার সতীর্থ ক্রিকেটার, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এবার এ তালিকায় নাম লেখালেন জাতীয় ক্রিকেট দলের সতীর্থ রুবেল হোসেন। তিনি সাকিবের পাশে থাকতে মাগুরায় গেছেন বলে জানান।
শনিবার (১৬ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে মাগুরা যাওয়ার বিষয়টি জানান রুবেল হোসেন। এ পোস্টে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করে লিখেন, ‘মাগুরায় প্রিয় ভাইয়ের সঙ্গে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।’
এদিকে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাকিব আল হাসানও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সাকিবের আসার খবরে ভক্তরা ভিড় করেন। তিনিও ভক্তদের নিরাশ করেননি। তাদের সেলফি তোলার সুযোগ দেন এ ক্রিকেট তারকা।