আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই নায়ক হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক আবারও প্রমাণ করলেন তিনিই বিশ্বের সেরা অলরাউন্ডার।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান দেশের মাটিতে ছয় হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ৮১ বলে ৫১ রান সংগ্রহের মধ্য দিয়ে এ মাইলফলক স্পর্শ করেন সাকিব।
ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে সাকিবের সংগ্রহ ছয় হাজার রান। আর বল হাতে বাঁহাতি এ স্পিনার শিকার করেন ৩০০ উইকেট। লম্বা সময় পর উইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই মাত্র ৮ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন সাকিব। আর ব্যাট হাতে করেন ১৯ রান। দ্বিতীয় ম্যাচে ৪৩ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২ উইকেট। সিরিজের শেষ ম্যাচে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮১ বল খেলে তিন বাউন্ডারিতে সংগ্রহ করেন ৫১ রান।
সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে ২০৯ ওয়ানডে, ৭৬ টি-টোয়েন্টি ও ৫৬ টেস্টে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৮৬৫ রান সংগ্রহ করেন। আর বল হাতে সব মিলে ৩৪১ ম্যাচে ৫৬৮ শিকার উইকেট করেন।
খুলনা গেজেট/এ হোসেন