শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে বাংলাদেশ। টানা তৃতীয় ম্যাচে নাঈম শেখের সঙ্গে ওপেন করতে নামে মেহেদী হাসান মিরাজ। ৫৫ রানের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। এরপর ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে মুশফিক-হৃদয় জুটি সেখান থেকে দলকে টেনে তুলছেন। ৪৮ বলে ২৯ রানে সাজঘরে ফেরেন মুশফিক।
এর আগে মিরাজ, নাঈমের পর ফিরেছেন অধিনায়ক সাকিব ও লিটন। মহেশ পাথিরানার বলে উইকেটের পিছনে ক্যাচ দেন তিনি। এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও একই বোলারের বলে আউট হয়েছিলেন সাকিব। এরপর দুনিথ ভেল্লালাগের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল। লিটন জায়গা থেকেই বড়সড় ড্রাইভ করতে গেলেন। ব্যাটের নিচের কানায় লেগে ক্যাচ গেছে কুশল মেন্ডিসের হাতে। প্রথম দফা ধরতে না পারলেও কোলের ওপর আটকেছে ক্যাচ। ২৪ বলে ১৫ রানে শেষ লিটনের ইনিংস। বাংলাদেশ চতুর্থ উইকেট হারিয়েছে ৮৩ রানে।
৪ উইকেট হারিয়ে ৩৭.২ ওভারে টাইগারদের সংগ্রহ ১৫৫ রান।
শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন নাঈম শেখ। অতিরিক্ত ডট বল খেলে নিজের এবং সঙ্গীর ওপর চাপও বাড়াচ্ছিলেন। সেখান থেকে আর বের হতে পারলেন না। লঙ্কান অধিনায়কের বাউন্সারে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। এর আগে ৪৬ বলে ২১ রান করেন তিনি।
বেশ ভালো শুরু করেছিলেন, নাঈমের সঙ্গে জুটির রান ৫০ পার হয়েছিল। কিন্তু ইনিংস বড় করতে পারলেন না মিরাজ। লঙ্কান অধিনায়ক দাশুন শানাকার নির্বিষ বাউন্সারে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর আগে তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৮ রানের ইনিংস। বাংলাদেশের সংগ্রহ ১১.৪ ওভারে ৫৫ রান।
শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজের জুটি ইতিমধ্যে ৫০ রান পার করেছে টাইগাররা। ৯ ম্যাচ পর পাওয়ার প্লেতে উইকেট শুন্য থাকলো বাংলাদেশের স্কোরবোর্ড। ১০.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। নাঈম ১৯ আর মিরাজ ব্যাটিং করছেন ২৭ রানে।
খুলনা গেজেট/এমএম