খুলনার মেয়ে ফাতেমা আক্তার ১ মার্চ থেকে ১০ মার্চ নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ অংশগ্রহণের জন্য বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা ছেড়েছেন। সকাল ১০ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ফাতেমাসহ বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ ওমেন্স দলের ২৩ সদস্য প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপের এ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ঢাকা ত্যাগ করেছে।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র (বাফুফে) মনোনীত বিকেএসপির ফুটবল বিভাগের ২৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে খুলনার মেয়ে ফাতেমা রয়েছে।
ফাতেমা ইতিপূর্বে ২০২৩ সালে ভারতের দিল্লীতে অনুষ্ঠিত মেয়েদের ফুটবল টুর্নামেন্টে বিকেএসপির হয়ে “সুব্রত কাপ” এ অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২০২০ সালে জেএফএ কাপে দলনেতা হিসেবে তার হ্যাট্রিকের কারণে খুলনা জেলা চ্যাম্পিয়ন হয়। এছাড়াও সে বঙ্গমাতা ও ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১২,১৪, ১৭ মেয়েদের ফুটবল প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছে।
ফাতেমা আক্তারের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ গ্রামে। ফাতেমার পিতা মহিদুল মোল্লা তার মেয়ে যেন নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে এ জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন।
খুলনা গেজেট/ এএজে