খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

সাঈদী ইস্যু : ফেনী ছাত্রলীগের ২০ নেতাকে একসঙ্গে অব্যাহতি

গেজেট ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ফেনী জেলা ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ২০ নেতাকে স্ব স্ব পদ হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু এবং সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, রাকিব উদ্দিন, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, মো. মোস্তাফিজুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গণি শুভ, উপ দপ্তর সম্পাদক মো. আল মামুন, সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল আরাফাত, উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাসান আহাম্মদ, ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন রাজু, ফেনী পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. শরিফ উদ্দিন ফরহাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, প্রচার সম্পাদক ফজলুর রহমান, ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান শুভ, দাগনভূঞা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাসেল, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি এবং ফুলগাজী উপজেলা ছাত্রলীগের উপ-গণ শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেনকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু  বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও কেন্দ্রীয় ছাত্রলীগের পরামর্শক্রমে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ বলেন, ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহনকারী একটি সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগে নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!