ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা সাংবাদিক আবু তৈয়বের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভার্চুয়াল আদালতে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে তাঁর জামিনের জন্য আবেদন করেন ১৪ সদস্যের আইনজীবী প্যানেল। পরে প্যানেল প্রধান ও আবু তৈয়বের আইনজীবী বেগম আক্তার জাহান রুকুর উত্থাপিত জামিন আবেদন নাকচ করে দেন আদালতের বিচারক গোলাম সরোয়ার।
এড. আক্তার জাহান রুকু বলেন, ‘নিম্ন আদালতের বিচারক জামিন নাকচ করে দেওয়ায় আগামী সপ্তাহে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।’
খুলনা সদর থানায় গত মঙ্গলবার বিকেলে আবু তৈয়বের বিরুদ্ধে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ওইদিন রাতেই খুলনার নুরনগর এলাকায় বাড়ি থেকে আবু তৈয়বকে গ্রেপ্তার করে পুলিশ। থানা পুলিশের হেফাজতে থাকার পর বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
খুলনা গেজেট/ এস আই