খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

সাংবাদিক রিয়াজ উদ্দিনের তিনটি জানাজা রবিবার, দাফন বনানীতে

গেজেট ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক এবং দি ফিন্যান্সিয়াল হেরাল্ড-এর সম্পাদক, সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন আহমেদের তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় রিয়াজ উদ্দিন আহমদের ছেলে এম মাসরুর রিয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রিয়াজ উদ্দিন আহমেদ (৭৬) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ শনিবার বেলা দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে।

সন্ধ্যায় মাসরুর রিয়াজ বলেন, তাঁর বাবা ১১ ডিসেম্বর থেকে কোভিডে আক্রান্ত ছিলেন। আর ১৬ ডিসেম্বর থেকে আইসিইউতে ছিলেন।

জানাজার ব্যাপারে এম মাসরুর রিয়াজ আরও বলেন, আগামীকাল রোববার রিয়াজ উদ্দিন আহমেদের তিনটি জানাজা হবে। প্রথমটি সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সেখানে সাংবাদিকদের পাশাপাশি সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধাও জানাবেন।

এরপর রিয়াজ উদ্দিন আহমেদকে নিয়ে যাওয়া হবে তাঁর জন্মস্থান নরসিংদীর মনোহরদী উপজেলার গ্রামের বাড়িতে। সেখানে জোহর নামাজের পর তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে আরও বলেন, ‘শেষ জানাজা হবে রাজধানীর বনানীর বাসভবনে। বাদ আসর সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে দাদীর কবরস্থানে উনাকে শায়িত করা হবে।’

সাংবাদিক নেতা রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাংবাদিক নেতারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!