খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

সাংবাদিক, পুলিশ ও বিজিবি প্রধানসহ সাবেক আমলারও মনোনয়ন দৌড়ে

গেজেট ডেস্ক

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের চেষ্টায় রাজনীতিবিদদের সঙ্গে শামিল হয়েছেন প্রশাসন ও পুলিশের সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা, ক্রীড়া, বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের তারকারা। মঙ্গলবার ছিল ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতি আসনের বিপরীতে আগ্রহীর সংখ্যা দাঁড়িয়েছে গড়ে ১১।

মনোনয়নপ্রত্যাশীদের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, রাজনীতিবিদদের বাইরে ক্রিকেটার, ব্যবসায়ী, অভিনেতা-অভিনেত্রী, সাবেক আমলা, সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা, চিকিৎসক, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষকসহ প্রায় সব পেশার ব্যক্তিরা আছেন।

এখন আগ্রহীদের চূড়ান্ত মনোনয়নের জন্য আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের প্রথম সভা বসবে। বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করতে তিন-চার দিন লাগতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গতকাল প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ জনপ্রিয় দল। যেকোনো পেশার মানুষের মনোনয়ন পাওয়ার আগ্রহ থাকতে পারে। তবে জনপ্রিয় ব্যক্তিকেই দল মনোনয়ন দেবে।

নৌকা চান সাবেক আমলা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আত্মীয়

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ জামালপুর-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী। তিনি বেশ কিছু দিন ধরে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল ঠিক করতে দলের তেজগাঁও কার্যালয়ে বসছেন। এই আসনে বর্তমানে সংসদ সদস্য আওয়ামী লীগেরই মোজাফফর হোসেন।

মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন নির্বাচন কমিশনের সাবেক সচিব ও সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি সুনামগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এই আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির পীর ফজলুর রহমান।

সুনামগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন উপজেলা চেয়ারম্যান থেকে সদ্য পদত্যাগ করা চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। তিনি পুলিশের বর্তমান মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ভাই। এই আসনের সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত।

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলামের ভাই সৈয়দ নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তিনিও সম্প্রতি উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন। গত সোমবার তিনি ঢাকায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্যাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁর ভাই পুলিশ কর্মকর্তা নুরুল ইসলামও উপস্থিত ছিলেন। তাঁদের আরেক ভাই সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন।

পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক শরীয়তপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইকবাল হোসেন। শহীদুল হকের ভাই এ কে এম ইসমাইল শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল কাহার আকন্দ কিশোরগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন চান। এই আসনের বর্তমান সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ।

পাবনা-৫ আসন থেকে নৌকার প্রার্থী হতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান। এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক (প্রিন্স)।

সাবেক আমলাদের মধ্যে সাবেক সচিব প্রশান্ত কুমার রায় (খুলনা-১), সাবেক সচিব মেজবাহ উদ্দিন (ভোলা-৪), সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩) এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব গোলাম হোসেন (চাঁদপুর-১), সাবেক সচিব শাহ কামাল (চাঁদপুর-৫), সাবেক সচিব মিহির কান্তি মজুমদার (বরগুনা-১) আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।

বিজিবির সাবেক মহাপরিচালক আবুল হোসেন পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী। সাংবাদিকদের মধ্যে মনোনয়নপ্রত্যাশী আছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী (ফেনী-২), সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), নঈম নিজাম (কুমিল্লা-১০)।

চিকিৎসকদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামরুল হাসান খান (টাঙ্গাইল-৩), স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি এম ইকবাল আর্সলান (রাজবাড়ী-২), স্বাচিপের সাবেক মহাসচিব এম এ আজিজ (ময়মনসিংহ ৪ ও ৯), বিএমএর মহাসচিব এহতেশামুল হক চৌধুরী (সিলেট-৩) নৌকার প্রার্থী হতে চান।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে এম জসিম উদ্দিন ঢাকা-১৭ আসনের মনোনয়নপ্রত্যাশী। ব্যারিস্টার আমীর-উল ইসলাম কুষ্টিয়া-৩ (সদর) এবং তাঁর মেয়ে তানিয়া আমীর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে নৌকার প্রার্থী হতে চান।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!