জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দক্ষিণাঞ্চলের ১৪জন সাংবাদিক হত্যার বিচার দাবিতে খুলনায় রূপসা প্রেসক্লাবের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) রূপসা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা ছিলেন বাংলানিউজটুয়েন্টিফোর.কম এর খুলনা ব্যুরো এডিটর ও খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান।
ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, প্রচার ও দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সহ-সভাপতি খান মিজানুর রহমান, সদস্য আক্তার খান, আবু হারুনুর রশিদ, আশিকুর রহমান বাবু, বি এম শহিদুল ইসলাম, বেনজীর হোসেন, শাহরিয়ার হোসেন মানিক, মুস্তাফিজুর রহমান, চন্দন ভট্টাচার্য্য, নাঈমুজ্জামান শরীফ, চিত্ত রঞ্জন সেন, হাসানুজ্জামান মনি ও রেজাউল ইসলাম তুরান।
এছাড়া মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, রূপসা উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব এসএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) রূপসা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা আবু বক্কার মোল্লা, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন।
বক্তারা অবিলম্বে নাদিম হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খুলনা গেজেট/এমএম