খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক আর নেই

নিজস্ব প্রতিবেদক

খুলনার প্রবীণ সাংবাদিক, কবি ও ছড়াকার জ্যোতির্ময় মল্লিক জ্যোতি আর নেই। রবিবার (২১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে রাজধানীর সলিমুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বেলা ১২ টায় ঢাকার পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

সদালাপী ও বন্ধুবাৎছল সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক কর্মজীবনে সাপ্তাহিক জনতার মুখ, দৈনিক পূর্বাঞ্চল, সাপ্তাহিক খুলনা, দৈনিক গণদেশ, দৈনিক বাংলার বাণী, দৈনিক পাঠকের কাগজ, দৈনিক বঙ্গবানী, ইউনাইটেড নিউজ সার্ভিস, দি বাংলাদেশ টু ডে, নিউজ এক্সপ্রেস বিডি.কম (ঢাকা) কাজ করেছেন। তাঁর সম্পাদিত ছোটদের ত্রৈমাসিক পত্রিকা কুটুমপাখি ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত হয়। এছাড়াও তিনি শ্রী সতীশচন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস পুন:মূদ্রনে কাজ করেছেন। ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাবেক সাধারণ সম্পাদক। পেয়েছেন শিশু একাডেমি অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, খুলনা একাডেমি সম্মাননা, রঙধনু সাহিত্য পুরস্কার, বাঁধনহারা লিটল ম্যাগ পদক, স্বভাব কবি গোবিন্দ দাস সম্মাননা।

তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৬টি। যার মধ্যে রয়েছে জাদুর তুলি, গমের শীষ, ভালুকের জন্মদিন, পাহাড় চুড়ায় আগুন, অন্যদেশের রূপকথা, ফুল ফোটে ফাগুনে, গোয়েন্দার দুর্গতি।

খুলনা গেজেট/কেডি/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!