আমার দেশ খুলনা ব্যুরো স্টাফ রিপোর্টার ও দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক মো. কামরুল হোসেন মনিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১২) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন দুপুর পৌনে ৩টার দিকে তার হোয়াটঅ্যাপ নম্বরে একটি নম্বর থেকে আসা কলে নিজেকে কেএমপির তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিক হিসেবে পরিচয় দিয়ে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ নিয়ে প্রায় ১৭ মিনিট বিভিন্ন কথা বলেন। এক পর্যায়ে ওই ব্যক্তি বলেন আমার বিরুদ্ধে আপনি একাধিকবার নিউজ করেছেন। আমি দেশের বাইরে আছি। আমার লাইফে যদি কোন সমস্যা হয়, আমি কিন্তু কাউকে সুস্থভাবে থাকতে দেবো না।
জিডিতে কামরুল হোসেন মনি উল্লেখ করেন, তার এই হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতা বোধ করছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি।
খুলনা গেজেট/এমএম