জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’র মণিরামপুর প্রতিনিধি এবং মণিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিকের পিতা নওয়াব আলী সরদার (৮০) আর নেই। বুধবার সকাল ৯টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মণিরামপুর খানপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও দুই কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর মাদানীনগর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক জানিয়েছে খুলনা গেজেট পরিবারের সদস্যরা। বিবৃতিদাতারা হলেন, খুলনা গেজেট’র সম্পাদক মো. মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল ইসলাম, বার্তা সম্পাদক কৌশিক দে, যুগ্ম বার্তা সম্পাদক এএইচ হিমালয়, প্রধান প্রতিবেদক মো. মিলন, নিজস্ব প্রতিবেদক নিপা মোনালিসা, একরামুল হোসেন লিপু, মো. তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম সাগর, আয়শা আক্তার জ্যোতি, বিএম শহিদুল ইসলাম, তানভীর আহমেদ, এম এ সাদী প্রমুখ।
এদিকে, সাংবাদিক এসএম সিদ্দিকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ মণিরামপুরের কর্মরত সকল সাংবাদিকরা।
খুলনা গেজেট/এমএম