গণমাধ্যমে একজন সাংবাদিকের বেতন ৩০ হাজার টাকার নিচে নামা যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, ‘সত্যিকার অর্থে শেখ হাসিনার আমলে কোনো মিডিয়া ফ্রিডম ছিল না। সাংবাদিকদের হাত দিয়েই এই হাসিনাকে আমরা পুশ ব্যাক করেছি।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের রক্ত কীভাবে চুষে খাওয়া যায় সেটা করা হচ্ছে বাংলাদেশে। বছরের পর বছর চাকরি করলেও ঠিকমতো বেতন দেয়া হয় না।’
সাংবাদিকতা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘আমরা চাই প্রত্যেক সাংবাদিক যেন ভালো বেতন পান। তার একটা মিনিমাম বেসিক থাকতে হবে। ৩০ অথবা ৪০ হাজার যাই হোক এর নিচে নামা যাবে না।’
খুলনা গেজেট/এমএম