যশোর স্বাস্থ্য বিভাগের পাঁচটি প্রতিষ্ঠান ‘হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯’ অর্জন করায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যশোর স্বাস্থ্য বিভাগ। সোমবার বেলা ১১ টায় যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার অজয় কুমার সরকার, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এসএম মাহামুদুর রহমান রিজভী, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শুভ্রা রাণী দেবনাথ, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন ও বিএমএ’র যশোর শাখার দপ্তর সম্পাদক গোলাম মোর্তুজা।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ রনি, স্যানিটরি ইন্সপেক্টর শিশির কান্তি পালসহ গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, এবার সারাদেশে ৫০টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ‘হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯’ অর্জন করে। এরমধ্যে খুলনা বিভাগের ১০ টির মধ্যে যশোরেই পাঁচটি রয়েছে।
খুলনা গেজেট/কেএম