প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সাংবাদিকরা রিপোর্ট করলে জনসচেতনতা বৃদ্ধি পায়। তাদের লেখনীর মাধ্যমে সর্বস্তরে জবাবদিহিতার আওতায় আনা সহজ। ফলে সমাজ পরিবর্তন হয়। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় পিআইবি’র সেমিনার কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত কর্মশালায় খুলনা জেলার রূপসা, তেরখাদা ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাংবাদিকদের সঙ্গে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের অবহিতকরণ কর্মশালায় (আবাসিক প্রশিক্ষণার্থী) সঞ্চালকের বিস্তারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের সামান্য ভুলের কারণে সমাজে অনেক বড় ক্ষতি হতে পারে। এজন্য খুবই সতর্কতার সাথে প্রতিবেদন তৈরি করতে হবে। সাংবাদিকতা করতে হলে প্রথমে আইন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। হলুদ সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
কর্মশালায় আলোচক ছিলেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোঃ আফরাজুর রহমান। র্যাপোটিয়ার ছিলেন পিআইবি’র উপ-পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব মোঃ জাকির হোসেন। এ সময় সাংবাদিক নেতা বুদ্ধদেব হালদার জুয়েলসহ কর্মশালায় ২৮ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই