খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, শুরু হয়েছে ট্রেন চলাচল

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেবে ইবি শিক্ষার্থী মুসা

গেজেট ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হাশেমী। টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিতে চলেছেন তিনি।

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘১৮তম বাংলা চ্যানেল সুইমিং’ প্রতিযোগিতায় অংশ নেবেন। বাংলা চ্যানেল বিজয় করে উদযাপনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা জাতির সামনে তুলে ধরতে চান বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, তার এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশন ও হক ল’ একাডেমি। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার কেউ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দীর্ঘ ১৬ দশমিক ১ কি.মি. বাংলা চ্যানেল পার করতে হলে প্রায় ৫ ঘণ্টা টানা সাঁতার কাটতে হবে মুসাকে। এসময় কোন ধরনের সাপোর্ট বা সহায়তা নেয়া যাবে না বলেও জানান তিনি। এবছর দেশি-বিদেশি মোট ৩৬ জন প্রতিযোগী অংশ নেবেন। ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মুসা হাশেমী জানান, ক্যাম্পাস থেকে আগামী রোববার বেলা ৪টায় টেকনাফের উদ্দেশ্যে বের হবো। ২৮ ও ২৯ নভেম্বর প্র‍্যাক্টিস সেশন থাকবে সেখানে। ৩০ নভেম্বর সকালে প্রতিযোগিতা শুরু হবে। বাংলা চ্যানেল বিজয় করে উদযাপনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা জাতির সামনে তুলে ধরতে চাই।’

এর আগে মুসা রাজশাহীতে ২০ কিলোমিটার পদ্মা নদীতে সুইমিং করেছেন। এছাড়া ক্যাম্পাসে সুইমিং বা সাঁতার কাটার জন্য পর্যাপ্ত সুবিধা না থাকায় ক্যাম্পাস থেকে ৩ দশমিক ৫ কিলোমিটার দূরে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পিয়ারপুর কুমার নদে নিয়মিত অনুশীলন করছেন।

এছাড়াও তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের উদ্দ্যেশ্যে ক্যাম্পাস-কুষ্টিয়া ২২ কিলোমিটার রান, খুলনা হাফ ম্যারাথন, রাজশাহী হাফ ম্যারাথন, সিরাজগঞ্জ হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ইউনিট কাউন্সিল সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!