খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

সহিংসতা : সারাদেশে ৭৩ মামলায় আসামী দু’সহস্রাধিক

গেজেট ডেস্ক

রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির গত শনিবারের মহাসমাবেশ ও রবিবার সারা দেশে হরতাল কর্মসূচি ঘিরে সংঘর্ষ-ভাঙচুর ও নাশকতার ঘটনায় সোমবার (৩০ অক্টোবর) পর্যন্ত অন্তত ৭৩টি মামলা দায়ের হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ৩৬টি মামলাই রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হয়েছে। বেশিরভাগ মামলার বাদী পুলিশ। আসামি করা হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২ হাজার ৩৪৮ জনকে। এসব মামলায় অজ্ঞাতনামা আরও কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। নতুন এসব মামলার পাশাপাশি নাশকতার পুরোনো মামলায় গত দুই দিনে সারা দেশে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২ হাজার ২৯ জনকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়েছে। সারাদেশে পুলিশের দেওয়া তথ্যে এ পরিসংখ্যান পাওয়া গেছে।

ডিএমপির মিডিয়া শাখা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিএনপির সমাবেশ ও হরতালে সংঘর্ষ ও নাশকতার দায়ে সোমবার নতুন ৮টি মামলা হয়েছে। তবে কোন থানায় কয়টি মামলা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগে গত রবিবার ২৮টি মামলা দায়ের হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগের পল্টন থানায়। সবচেয়ে কম উত্তরা ও রমনা বিভাগে একটি করে মামলা করা হয়েছে। গুলশান বিভাগের ভাটারা থানায় দুটি, বাড্ডা থানায় একটি এবং মিরপুর বিভাগের প্রতিটি থানায় একটি করে সাত থানায় দ্বিতীয় সর্বোচ্চ সাতটি মামলা হয়েছে। তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানায় দুটি এবং ওয়ারী বিভাগে ডেমরা, ওয়ারী ও যাত্রাবাড়ী থানায় একটি করে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি পোড়ানোর অভিযোগে শাহজাহানপুর থানায় দুটি মামলা করেছে ফায়ার সার্ভিস।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মহাসমাবেশ ও হরতালে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সোমবার ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে রবিবার বিএনপি-জামায়াতের ৬৯৬ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি ও পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে রবিবার সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। দিনভর আটক রাখার পরে রাতে তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মির্জা ফখরুল ছাড়াও বিএনপি নেতা মির্জা আব্বাস, ইশরাক হোসেন, মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের ডিএমপির বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন সাংবাদিকদের কাছে মামলা ও গ্রেপ্তারের এসব তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর বাইরে সোমবার পর্যন্ত দেশের ১৬ জেলায় আরও ৩৪টি মামলা দায়েরের খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ মামলা দায়ের হয়েছে সোমবার । আরও কিছু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় আসামি হিসেবে বিএনপি-জামায়াতের ৮০৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতানামা আসামি প্রায় দেড় হাজার। সোমবার পর্যন্ত এই ১৬ জেলায় আটক ও গ্রেপ্তার হয়েছে সাড়ে পাঁচ শতাধিক নেতাকর্মী।

ঢাকার বাইরে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, খুলনায় ২টি, ফেনীতে ৮, সিলেট মহানগরে ৫, বগুড়ায় ৪, নারায়ণগঞ্জে ৪, কক্সবাজারে ৫, ময়মনসিংহে ২, ঢাকার সাভারে ২ এবং পটুয়াখালী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর ও কুমিল্লায় একটি করে মোট ৩৭টি মামলা হয়েছে।

খুলনা গেজেটে/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!