খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

সহযোদ্ধাদের স্মৃতিচারণায় মোস্তফা রশিদী সুজা

গেজেট ডেস্ক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র  তালুকদার আব্দুল খালেক বলেছেন, মোস্তফা রশিদী সুজা একজন দক্ষ সাংগঠনিক ও কর্মী বান্ধব সাহসী নেতা ছিলেন। তিনি বহুগুণে গুণান্বিত দূরদর্শী নেতা ছিলেন। দলের দুঃসময়ে আমরা দু’জনে একসাথে জীবনের ঝুঁকি নিয়ে মহানগর ও জেলা আওয়ামী লীগকে সাজিয়েছি। সুজা কখনও কোন রক্তচক্ষুকে ভয় করেননি। তিনি সুজার রাজনৈতিক উত্থানের কথা উল্লেখ করে বলেন, সুজা এবং আমি পাশাপাশি দুটি ইউনিয়নের কমিশনার নির্বাচিত হই। সে সময়ে আওয়ামী লীগের উপরে চরম জুলুম চলছিলো। ১৯৮১ সালে নেত্রী দেশে ফিরে আসার পরে মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে কাউন্সিলে আমাকে সাধারণ সম্পাদক এবং সুজাকে সহ-সভাপতি করা হয়। পরবর্তীতে তাঁর দূরদর্শী নেতৃত্বের কথা বিবেচনা করে নেত্রী সুজাকে জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। অতঃপর সুজা খুলনা-৪ আসন থেকে এবং আমি বাগেরহাট-৩ আসন থেকে একইসাথে সংসদ সদস্য নির্বাচিত হই। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই সংসদে সুজাকে হুইপ এবং আমাকে ত্রাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। এভাবেই খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগকে আমরা বিএনপি-জামায়াতের আগ্রাসন থেকে বের করে এনেছি। একইসাথে শেখ হাসিনার নেতৃত্বে খুলনার উন্নয়ন করেছি। আজ সুজার শূন্যতা প্রতিটি পদক্ষেপে আমরা অনুভব করছি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সুজার রাজনৈতিক কর্মকান্ড এবং আদর্শকে অনুসরণ করে সংগঠনকে সাজিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে জামায়াত-শিবির জঙ্গীমুক্ত করতে হবে।

শনিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এসময়ে বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র ও নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি জালাল উদ্দিন বাবু, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের পুত্র এস এম খালেদীন রশিদী সুকর্ন, আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, সরদার আবু সালেহ, সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, হোসনে আরা চম্পা, মানিকুজ্জামান অশোক, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, শেখ মো. আবু হানিফ, এ্যাড. সেলিনা আক্তার পিয়া ও মো. পারভেজ হাওলাদার।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অসিত বরণ বিশ^াসের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, বি এম এ সালাম, অধ্যা. এ্যাড. বাবু নিমাই চন্দ্র রায়, এ্যাড. রজব আলী সরদার, রফিকুর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, কামরুজ্জামাল জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, জোবায়ের আহমেদ খান জবা, এম এ রিয়াজ কচি, এ্যাড. নব কুমার চক্রবর্তী, রকিবুল ইসলাম লাবু, কাজী শামীম আহসান, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর হোসেন খান, মোজাফফর হোসেন মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. খায়রুল আলম, তসলিম আহমেদ আশা, শেখ মনিরুল ইসলাম, অধ্যক্ষ ফ ম সালাম, মো. জাহাঙ্গীর হোসেন মুকুল, মোসা. সামসুন নাহার, পাপিয়া সারওয়ার শিউলি, মো. জামিল খান, শেখ আবিদ উল্লাহ, বাবুল সরদার বাদল, মঈনুল ইসলাম নাসির, আব্দুল হাই পলাশ, নুর ইসলাম, চ ম মুজিবর রহমান, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, মো. ফায়েজুল ইসলাম টিটো, মো. আজম খান, মো. ইউসুফ আলী খান, মুন্সি মোত্তালিব মিয়া, মুন্সি সেলিম হোসেন, অহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, জাফর ইকবাল মিলন, মো. আশরাফুজ্জামান বাবুল, নাজনিন নাহার কনা, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, এম এম আজিজুর রহমান রাসেল, এস এম আসাদুজ্জামান রাসেল, খান সাইফুল ইসলাম, মো. পারভেজ হাওলাদার, এ্যাড. শামীম আহমেদ পলাশ, মনোয়ারা খাতুন শিউলি, এ্যাড. আব্দুল লতিফ, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, হুমায়ুন কবীর ববি, মুন্সি নাহিদুজ্জামান, মো. আমির হোসেন, জাকির সরদার, দেব দুলাল বাড়ই বাপ্পী, জেসমিন সুলতানা শম্পা, রিনি বেগম, নাসরিন আক্তার, নুর জাহান রুমি, নূরিনা রহমান বিউটি, সাবিহা ইসলাম আঙ্গুরা, রোকেয়া রহমান, শবনম সাবা, খাদিজা কবীর তুলি, নাছরিন ইসলাম তন্দ্রা, আইরিন আক্তার নিপা, রেজওয়ানা প্রধান, আফরোজা জেসমিন বিথী, চিশতী মুস্তারী বানু, শবনম মুস্তারী বকুল, এ্যাড. ফারজানা রহমান, এ্যাড. তিতাস, শিমু আক্তার, শেখ রেজাউল করিম রেজা, তরিকুল ইসলাম সুমন, মো. জিলহাজ¦ হাওলাদার, মো. আমিরুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, তানভির রহমান আকাশ, মাহমুদুর রহমান রাজেশ, আশিকুজ্জামান তানভির, সালমান ফারসি, ওমর কামালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মরণ সভা শেষে মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া।

এর আগে সকাল ৯টায় নগরীর টুটপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী কোরআন খানি অনুষ্ঠিত হয়। এছাড়া পরিবারের পক্ষ থেকে ৩০নং ওয়ার্ডের সকল মসজিদে বাদ আছর মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পাইকগাছা ও কয়রা উপজেলায় খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর উদ্যোগে তার নিজ বাস ভবনে। খুলনা জেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক, ও সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজার ৬ষ্ট মৃত্যু বার্ষিকীতে দিনব্যাপি কুরআন খানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিযাবেত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান মুক্ত, সাবেক ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, এ্যাড. মুজিবুর রহমান, যুবনেতা এসএম আজিজুল হাকিম, জামাল হোসেন হাসান মেম্বর, আরেফিন আলী আনিচ মোল্ল্যা, কেডি বাবু, দিপংকর রায়, সাংবাদিক আজিজ, মিজানুর রহমান মিজান, আলাউদ্দিন সোহাগ, বাবুল আক্তার, বাবু মান্না, ইসহাক শেখ, শেখ জুলি, ছাত্রনেতা রায়হান পারভেজ, রনি, মিথুন, সবুজ, মানিক, করিম, আসাদ, বিকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!